নিজস্ব সংবাদদাতা: শুরু হয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি 'রক্তবীজ ২'-এর শুটিং। ছবির চমক হয়ে থাকছেন অঙ্কুশ হাজরা।‌ ‘রক্তবীজ’-এর ‘গোবিন্দ’ হয়ে অঙ্কুশ সবাইকে হাসিয়ে ছিলেন। আর শেষ দিয়েছিলেন বড় চমক। আভাস দিয়েছিলেন সামনের সিজনে তিনি থাকছেন। আর পরের পর্বের ঘোষণা হতেই শোনা যায় অঙ্কুশ হাজরা ‘রক্তবীজ ২’-এর এবার তিনি খলনায়কের চরিত্রে থাকবেন অভিনেতা।

 

 

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। এর আগে সমাজমাধ্যমে ছবির চিত্রনাট্যের ঝলক ভাগ করেছিলেন অঙ্কুশ। এই ছবিতে শুধু খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন না তিনি, সঙ্গে নিয়ে আসছেন দূর্দান্ত চমক। এবার প্রকাশ্যে এল অভিনেতার চরিত্রের লুকের প্রথম ঝলক। 

 

 

ছবিতে অঙ্কুশের চোখে রহস্য লুকিয়ে। রয়েছে চাপা তেজও। শুধুমাত্র দুটো চোখের ছবিই প্রকাশ্যে এনে যেন অনেক না বলা কথা, বলে দিলেন তিনি। ছবিটি নিজের সমাজমাধ্যম থেকে ভাগ করে অঙ্কুশ লেখেন, 'মানুষের শরীর তার মস্তিষ্কের চাহিদা অনুযায়ী আচরণ করলেও চোখ সবসময় মনের কথা বলে। এই চোখ কী বলছে তা আপাতত গোপন থাক।' 

 


'রক্তবীজ ২'-এও থাকছে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর জুটি। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সীমা বিশ্বাস। এছাড়াও থাকছেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।